বিএনএ, চট্টগ্রাম : কক্সবাজারে সিএনজি অটোরিকশার সিলিণ্ডার বিস্ফোরণে ৫ শিশুসহ অগ্নিদগ্ধ ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২ জুলাই) দুপুরে পেকুয়া উপজেলায় একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন-শামীম (১৪), রুহুল আমিন (৪০), নুরুল আলম (১৫), তানিম (১২), তৌহিদ (১৪), তারেক (১৩)। তাদের চমেক হাসপাতালের ৩৬ নং বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, দুপুরে গ্যারেজে একটি সিএনজি অটোরিকশা মেরামতের জন্য আনা হলে সেটির গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় গ্যারেজের কর্মীসহ ৮ জন দগ্ধ হয়।
পরে দগ্ধ ৬ জনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করেছেন। তাদের শরীরের কয়েকটি অংশে পুড়ে গেছে। তবে কেউ আশংকাজনক নয় তিনি জানান।
বিএনএনিউজ২৪/আমিন