16 C
আবহাওয়া
৮:০৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » হাজিরা দিতে এসে আদালতেই আসামির মৃত্যু

হাজিরা দিতে এসে আদালতেই আসামির মৃত্যু


বিএনএ, ঢাকা: হাজিরা দিতে এসে এজলাসে ঢোকার আগেই আদালতের বারান্দায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন আসামি জাকির হোসেন। রোববার (২ জুন) ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল।

জানা গেছে, জাকির হোসেন জাল জালিয়াতির একটি মামলায় হাজিরা দেয়ার জন্য বেলা সাড়ে ১১ টায় আদালতে আসেন। এ সময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় এসে জাকির হোসেন তার আইনজীবী আল মামুনের কাছে থাকা হাজিরার কাগজে টিপসই দেন। এর পরেই তিনি বারান্দায় অসুস্থ হয়ে বসে পড়েন। কিন্তু তার সাথে থাকা স্বজন কিছু বুঝে ওঠার আগেই জাকির মারা যান। পরে জাকিরের মরদেহ তার আত্মীয় স্বজনরা কেরানীগঞ্জ মডেল থানা এলাকার বন্দ ডাকপাড়া গ্রামে নিয়ে যায়। তিনি ওই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

জাকিরের অপর আইনজীবী সুলতান নাসের জানান, জাকির আগে থেকেই অসুস্থ ছিলেন। জাল জালিয়াতির অভিযোগে জাকির ও তার ভাই বোনদের আসামি করে ২০১৯ সালে মামলাটি দায়ের করেছিলেন রহিমা খাতুন নামে এক নারী।

বিএনএ/এমএফ, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ