26 C
আবহাওয়া
৬:৫০ পূর্বাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » ভোটের দিন‌কে উৎস‌বে প‌রিণত কর‌তে হ‌বে: মিজান

ভোটের দিন‌কে উৎস‌বে প‌রিণত কর‌তে হ‌বে: মিজান


ছাগলনাইয়া(ফেনী) :  ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান সেরা উপ‌জেলায় উন্নীত করা হবে। মিজানুর রহমান মজুমদার ব‌লেন, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন, শান্তি, উন্নয়ন ও পরিচ্ছন্ন মডেল উপজেলা প্রতিষ্ঠায় সাংবা‌দিকদের গুরুত্বপূর্ণ ভূ‌মিকা র‌য়ে‌ছে।ভোটের দিন‌কে উৎস‌বে প‌রিণত কর‌তে হ‌বে।

Mizan

কাপ-পিরিচ মার্কার সমর্থনে র‌বিবার(২জুন) ‌দুপু‌রে ছাগলনাইয়ার স্থানীয় সংবা‌দিক‌দের সা‌থে  মত‌বি‌নিময়কা‌লে এ কথা ব‌লেন।

ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মজুমদার  আগামী ৫ জুন ভোট উৎসবে যোগ দিতে সকলকে আহবান জানিয়ে বলেন, এবার ভোট হবে ছাগলনাইয়ার আমূল পরিবর্তনে উন্নয়নের ভোট।

ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মজুমদার  আগামী ৫ জুন ভোট উৎসবে যোগ দিতে সকলকে আহবান জানিয়ে বলেন, এবার ভোট হবে ছাগলনাইয়ার আমূল পরিবর্তনে উন্নয়নের ভোট।

 

মিজানুর রহমান মজুমদার ব‌লেন,  নির্বা‌চিত হ‌লে তরুণ,বেকার‌দের ফ্রিল‌্যা‌ন্সিং ক‌রে আয়, বিদেশগামী‌দের উন্নত কা‌রিগ‌রি প্রশিক্ষণ প্রদা‌নের উ‌দ্যেগ নেয়া হ‌বে।

 

 তি‌নি ব‌লেন, এলাকার উন্নয়ন ও শা‌ন্তির জন‌্য একতাবদ্ধ হ‌য়ে কাপ পি‌রি‌চ মার্কায় ভোট দি‌তে হ‌বে।

মিজানুর রহমান মজুমদার ব‌লেন, তি‌নি নির্বা‌চিত হ‌লে ছাগলনাইয়া‌তে উন্নয়ন, শিক্ষা বিস্তার,বেকারত্ব মোচন, মাদকাসক্ত রো‌ধে ব‌্যাপক কর্মসূ‌চি হা‌তে নে‌বেন।  ‌এ সময় উপ‌স্থিত ছি‌লেন বি‌ভিন্ন জাতীয় ও স্থানীয় প‌ত্রিকা, টি‌ভি চ‌্যা‌নেল ও অনলাইন‌  মি‌ডিয়ার সাংবা‌দিকগণ।

এস‌জিএন /এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ