17 C
আবহাওয়া
৮:৩২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমারে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশও

মিয়ানমারে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশও


বিএনএ ডেস্ক :  ভূমিকম্পে কেঁপে উঠেছে  মিয়ানমার।  রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। সেই সঙ্গে কেঁপেছে  বাংলাদেশও। রোববার (২ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৪ মিনিটে মিয়ানমারের পশ্চিমাঞ্চলে এ ভূকম্পন অনুভূত হয়।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল মিজোরামের এনগোপা শহর থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণপূর্বে ।  কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১১০ কিলোমিটার গভীরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) হিসাব বলছে, মিয়ানমারের মওলাইক শহরের দক্ষিণ-দক্ষিণপশ্চিমে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ৪ দশমিক ৮ ছিল।

মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পটির প্রভাবে কেঁপেছে বাংলাদেশের রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রাম।

বিএনএ/ ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ