24 C
আবহাওয়া
৫:৪৯ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » আবারও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

আবারও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক


বিএনএ, ঢাকা: ইলন মাস্ক আবারও বিশ্বে শীর্ষ ধনী হলেন । ফরাসি বিলাসী পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলএমভিএইচের প্রধান বার্নার্ড আর্নল্টকে পেছনে ফেলে শীর্ষ অবস্থানে উঠে এসেছেন।

সূচকে বলা হয়েছে, টেসলা ও টুইটারের মালিক ইলন মাস্কের বর্তমান সম্পদের পরিমাণ ১৯ হাজার ২০০ কোটি ডলার। গত জানুয়ারির পর থেকে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মূল্যবৃদ্ধির কারণে তার সম্পদ বেড়েছে ৫ হাজার ৫৩০ কোটি ডলার।

অপরদিকে বর্তমানে বার্নার্ড আর্নল্টের মোট সম্পদের পরিমাণ ১৮ হাজার ৭০০ কোটি ডলার। গত জানুয়ারির পর ২ হাজার ৪৫০ কোটি ডলার সম্পদ হারিয়েছেন তিনি।

তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন যথাক্রমে ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও মাইক্রোসফটের  বিল গেটস। বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৪ হাজার ৬০০ কোটি ডলার। আর বিল গেটসের ১২ হাজার ৬০০ কোটি ডলার।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ