25 C
আবহাওয়া
৪:০২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » তুরস্কের নতুন নাম তুর্কিয়ে

তুরস্কের নতুন নাম তুর্কিয়ে

turkey

 

বিএনএ, বিশ্বডেস্ক : তুরস্কের নাম বদলে গেছে। এখন থেকে দেশটিকে ইংরেজিতে রাষ্ট্রীয়ভাবে টুর্কিয়ে (Türkiye) লেখা হবে। আঙ্কারার অনুরোধের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় নাম তুর্কি (Turkey) থেকে তুর্কিয়ে (Türkiye) ব্যবহারে আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছে জাতিসংঘ। খবর আল-জাজিরা।

বৃহস্পতিবার (২ জুন) জাতিসংঘ মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলুর কাছে থেকে বুধবার (১ জুন) একটি চিঠি পান মহাসচিব আন্তরিও গুতেরেস। চিঠিতে তিনি সব জায়গায় থেকে Turkey ইংরেজি বানান পরিবর্তন করে Türkiye ব্যবহারের অনুরোধ জানান

মুখপাত্র দুজারিক আরও বলেন, চিঠি পাওয়ার পর থেকেই দেশেটির নাম পরিবর্তন কার্যকর হয়েছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কাভুসোগলু মঙ্গলবার জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে চিঠিটি আনুষ্ঠানিক জমা দেয়ার কথা জানান।

চিঠিতে বলা হয়েছে, ‘আমাদের যোগাযোগ অধিদপ্তরের সঙ্গে মিলে নাম পরিবর্তনের জন্য চমৎকার একটি গ্রাউন্ড তৈরিতে সফল হয়েছি।’

আনাদোলু এজেন্সিকে কাভুসোগলু বলেন, ‘জাতিসংঘ, অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কল্যাণে এটা সম্ভব হয়েছে। বিশ্ববাসীর কাছে এখন থেকে ‘তুর্কিয়ে’ নামে আমাদের দেশ পরিচিতি পাবে।’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গত ডিসেম্বরে দেশের নাম পরিবর্তনের আর্জি জানিয়েছিলেন। এ বিষয়ে দেশবাসীর মতামতও নেয়া হয়। সংখ্যাগরিষ্ঠ নাম বদলের প্রস্তাবে সায় দেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ