19 C
আবহাওয়া
১১:৩২ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রহস্যজনক মৃত্যু

বিএনএ, (আনোয়ারা) চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় মোছা. কলি (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্ত্রীর মৃত্যুর পর পালিয়ে গেছে স্বামী।

বৃহস্পতিবার (২মে) সকাল ৬টার দিকে উপজেলার ৭নং সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব ডুমুরিয়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার‌ অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার।

জানা যায়, দেড় বছর আগে ওই এলাকার মো. আকতারের সাথে বিয়ে হয় মোছা. কলির ।
পুলিশের ধারণা স্বামীর পরকিয়া প্রেমের জের ধরে সে আত্মহত্যা করেছে।  তবে নিহতের স্বজনদের অভিযোগ হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী মো. আকতার আত্মগোপনে রয়েছেন।

আনোয়ারা থানার‌ অফিসার ইনচার্জ  এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ঘটনার খবর পেয়ে সকালে আমাদের পুলিশের টিম এসে মরদেহ নিচে নামিয়ে আনে। মরদেহ সুরতহাল শেষে বিস্তারিত জানা যাবে।

বিএনএ/ নাবিদ,এমএফ

Loading


শিরোনাম বিএনএ