22 C
আবহাওয়া
১১:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » আমেরিকা যুদ্ধের আগুনে ঘি ঢালছে: ক্রেমলিন মুখপাত্র

আমেরিকা যুদ্ধের আগুনে ঘি ঢালছে: ক্রেমলিন মুখপাত্র

আমেরিকা যুদ্ধের আগুনে ঘি ঢালছে: ক্রেমলিন মুখপাত্র

বিএনএ বিশ্বডেস্ক : ইউক্রেনের কাছে উন্নতমানের রকেট লঞ্চার সরবরাহের ব্যাপারে আমেরিকাকে আবারো হুঁশিয়ার করেছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ইউক্রেনকে দীর্ঘ পাল্লার নয় বরং মধ্যম পাল্লার উন্নতমানের রকেট লাঞ্চার সরবরাহ করবেন।

বাইডেনের এ ঘোষণার প্রতিক্রিয়ায় বুধবার ক্রেমলিন মুখপাত্র পেসকভ বলেছেন, ইউক্রেনের কাছে জটিল সব অস্ত্র সরবরাহের মাধ্যমে হোয়াইট হাউস ইচ্ছা করে এবং সুচিন্তিতভাবে যুদ্ধের আগুনে ঘি ঢালছে। আমেরিকার এমন অবস্থান নিয়েছে যাতে তারা ইউক্রেনের সর্বশেষ যোদ্ধা বেঁচে থাকা পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে।

ক্রেমলিন মুখপাত্র আরও বলেন, ইউক্রেনের সেনারা রাশিয়ার অভ্যন্তরে এই সমস্ত রকেট দিয়ে হামলা চালাবে না সে ব্যাপারে মস্কো যথেষ্ট সন্দিহান।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ