বিএনএ ডেস্ক: দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বিজয়ের মুকুট উঠলো মেসিদের মাথায়। কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা ফিনালিসসিমা ম্যাচে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়েছে ৩-০ গোলে। গোল করেছেন লৌথারো মার্টিনেজ, ডি-মারিয়া ও দিবালা।
ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে খেলা শুরু হয়। দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন ও ইউরোপের চ্যাম্পিয়ন দুই দল নিয়ে ফিফার এ বিশেষ আয়োজন উপলক্ষ্যে লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়াম ছিল পরিপূর্ণ।
শুরুটা দারুণ ছিলো আর্জেন্টিনা। প্রথম ১৫ মিনিটে ইতালির ফাইনাল থার্ডে প্রাধান্য বিস্তার করে খেলে লিওনেল মেসির দল। তবে ইতালিয়ান ডিফেন্সের দৃঢ়তায় গোলে শট নিতে পারেনি।
২৮ মিনিটে লিড নেয়ার পর কিছুটা থিতু হয় আর্জেন্টিনা। সে সুযোগে ইতালি বারকয়েক আক্রমণ চালায়। তবে সেগুলো থেকে গোলে শট নিতে পারেনি তাদের ফরোয়ার্ড লাইন।
প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে লিড দ্বিগুন করেন আনহেল ডি মারিয়া। বনুচ্চিকে ডজ দিয়ে মার্তিনেসের বাড়ানো ক্রসে দারুণ শট নিয়ে আনন্দে ভাসান আর্জেন্টিনাকে। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিরতির পর দারুণ ছন্দে ফেরে আর্জেন্টিনা। তবে দফায় দফায় আক্রমণ করেও গোল আদায় করতে পারছিলোনা আর্জেন্টিনা। ম্যাচের ইনজুরি টাইমে বদলি হিসেবে নামা পাওলো দিবালার গোলে নিশ্চিত হয় আর্জেন্টিনার বড় জয়।
শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। টানা ৩২ ম্যাচ অপরাজিত থেকে ম্যাচ ও ট্রফি জিতে নেয় তারা। কোপা আমেরিকা জয়ের এক বছরের মাথায় ওয়েম্বলিতে দ্বিতীয় আন্তর্জাতিক শিরোপা উঁচিয়ে ধরে মেসির আর্জেন্টিনা।
২০১৯ সালের জুলাইয়ের পর আর কোনো ম্যাচ হারেনি আর্জেন্টিনা। গত বছর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাটিতে স্বাগতিকদেরই হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় তারা। চলতি বছরের শেষভাগে অনুষ্ঠিত হতে যাওয়া কাতার বিশ্বকাপে জায়গা করে নিতেও বেগ পেতে হয়নি তাদের। ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের দুইয়ে থেকে ফুটবলের মহাযজ্ঞের টিকিট পেয়েছে আলবিসেলেস্তেরা।
বিএনএ/ এ আর