36 C
আবহাওয়া
১২:৪৩ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বাপ কা ব্যাটা

বাপ কা ব্যাটা

প্রেসিডেন্টের পুত্রই প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইসরায়েলে। বাপ কা ব্যাটা।যিশুস এজেন্সি চেয়ারম্যান আইজাক হারজগ(৬০) দেশটির ১১তম প্রেসিডেন্ট নির্বাচিত

বিএনএ, বিশ্ব ডেস্ক: প্রেসিডেন্টের পুত্রই প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইসরায়েলে। বাপ কা ব্যাটা।যিশুস এজেন্সি চেয়ারম্যান লেবার পার্টির সাবেক প্রধান আইজাক হারজগ(৬০) দেশটির ১১তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
বুধবার(২জুন) ইসরায়েলের জাতীয় সংসদ নেসেটে (পার্লামেন্টে) সদস্যদের গোপন ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
আইজাক হারজগ শিক্ষাবিদ মিরিয়াম পিরেটজকে বিপুল ভোটে পরাজিত করেছেন।সূত্র: জেরুসালেম পোস্ট।

প্রেসিডেন্টের পুত্রই প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইসরায়েলে

আগামি ৯জুলাই দেশটির বর্তমান প্রেসিডেন্টের রিওভেন রিভলিন এর মেয়াদ শেষ হলে নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন।
আরব ইসরায়েল যুদ্ধে ২সন্তানকে হারিয়ে সাবেক স্কুল শিক্ষিকা মিরিয়াম পিরেটজ অনেক পরিচিতি পান। দেশটিতে একজন প্রেসিডেন্টের ক্ষমতাকাল ৭বছর।

ইসরায়েলের লেবার পার্টির সাবেক প্রধান ও দেশটির সাবেক বিরোধী দলীয় নেতা আইজাক হারজগ এর বাবা চাইম হারজগ ইসরায়েলের প্রেসিডেন্ট নির্বাচিত হবার পূর্বে জাতিসংঘে ইরায়েলের দূত ছিলেন। চাচা আব্বা ইবান ইসরায়েলের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের প্রতিনিধি ছিলেন। আর দাদা ছিলেন দেশের চিফ রাব্বি। ইসরায়েলে ইহুদি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় নেতাকে চিফ রাব্বি বলা হয়।

আগের নিউজ: কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট ?

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ