20 C
আবহাওয়া
১১:০২ অপরাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » সুবিধাবঞ্চিতরা পরবেন নায়িকার পোশাক

সুবিধাবঞ্চিতরা পরবেন নায়িকার পোশাক

নুসরাত

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। সিনেমাসহ বিভিন্ন শুটিং এবং নিজের শখ মেটাতে গিয়ে অনেক পোশাক পরে থাকেন তিনি। এসব পোশাক ফারিয়া নিজেই বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বেছে বেছে কিনেন। যার মধ্যে অনেক পোশাকই আছে যা তিনি আর ব্যবহার করছেন না। কোন কোনটি আবার ব্যবহার করছেন খুবই কম। তেমনই প্রায় দুইশ পোশাক নিম্ন আয়ের মানুষদের জন্য দেওয়া উদ্যোগ নিয়েছেন।

রাজধানীর ঢাকা উদ্যানে বস্তির সুবিধা বঞ্চিতদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা সংগঠন ‘সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন’-এর মাধ্যমে তা আগামী কোরবানির ঈদে তুলে দেওয়া হবে। সংগঠনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। গতকাল তারা ফারিয়ার কাছ থেকে পোশাকগুলো সংগ্রহ করেছে বলেও জানা গেছে।

সংগঠনটির প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান গণমাধ্যমে বলেন, ‘তারকা শিল্পীরা সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ালে সাধারণ মানুষ আরও বেশি উৎসাহিত হয়। এ কারণে আমরা নুসরাত ফারিয়াকে বিষয়টি জানিয়েছিলাম। তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে দুই শতাধিক পোশাক দান করেছেন।’

তিনি আরও জানান, ‘১০ টাকায় কাপড়’ নামের বিশেষ প্রকল্পে এগুলো বস্তির মানুষের মাঝে বিতরণ করা হবে।

নুসরাত ফারিয়া বলেন, ‘সিনেমাসহ বিভিন্ন শুটিংয়ের জন্য প্রায়ই আমি অতিরিক্ত কাপড় কিনি। এরমধ্যে অনেক কাপড়ই আছে মাত্র একবার ব্যবহার করা হয়েছে। আবার কোন কোনটি অনেক দিন ধরে ব্যবহার করা হচ্ছে না। এই প্রকল্পের কথা শোনার পর খুব আগ্রহ নিয়েই কাপড়গুলো দান করে দিয়েছি। এতে করে একজন মানুষেরও যদি উপহার হয় সেটাই হবে আমার জন্য বড় আনন্দের।’

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ