বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানের পশ্চিম কাবুলের দুটি আলাদা আলাদা জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৭ জন। মঙ্গলবার (১ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র সাইদ হামিদ রুশান জানিয়েছেন, উভয় ঘটনায় মিনিভ্যানকে লক্ষ্য করে বোমা হামলা হয়েছিল।
প্রথম বোমা হামলার ঘটনা ঘটে বিশিষ্ট হাজারা নেতা মোহাম্মদ মহাকিকের বাড়ির কাছে এবং দ্বিতীয়টি একটি শিয়া মসজিদের সামনে। প্রসঙ্গত, বেশিরভাগ হাজারা শিয়া। দ্বিতীয় বিস্ফোরণের লক্ষ্য ছিল একটি মিনিবাসও।
রুশন জানান, এখনও বিশদ তথ্য সংগ্রহ করা হচ্ছে।
যদিও এখনও পর্যন্ত পাওয়া খবরে, বিস্ফোরণে দায় কেউ স্বীকার করেনি। তবে আফগানিস্তান ইসলামিক স্টেট গ্রুপের সহযোগী সংগঠন সংখ্যালঘু শিয়াদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে।
বিএনএনিউজ/এইচ.এম।