14 C
আবহাওয়া
১০:১১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » ভূমধ্যসাগরে মারা যাওয়া ৮ বাংলাদেশির মরদেহ ঢামেক মর্গে

ভূমধ্যসাগরে মারা যাওয়া ৮ বাংলাদেশির মরদেহ ঢামেক মর্গে


বিএনএ, ঢাকা : ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে মারা যাওয়া ৮ জন বাংলাদেশির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের  মর্গে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (২ মে) বিকেলে মরদেহগুলো মর্গে পাঠায় বিমানবন্দর থানা পুলিশ।

সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে এসব মরদেহ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত এই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুপরের দিকে ৮টি মরদেহ বিমানবন্দরে আসে। সেখান থেকেই মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। শুক্রবার মরদেহগুলোর ময়নাতদন্ত সম্পূর্ণ করা হবে। এরপর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।নিহত ৮ জনের মধ্যে সজল, নয়ন বিশ্বাস, মামুন শেখ, কাজী সজীব ও কায়সার খলিফার বাড়ি মাদারীপুর জেলায়। আর রিফাত, রাসেল ও ইমরুল কায়েস আপনের বাড়ি গোপালগঞ্জে।এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি ভোর রাতে জুয়ারা উপকূল থেকে ইউরোপে যাত্রাপথে ৫২ জন যাত্রী এবং একজন চালকসহ নৌকাটি তিউনিসীয় উপকূলে ডুবে যায়। ওই সময় ৪৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। এর মধ্যে ২৭ জন বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া, পাকিস্তানের ৮ জন, সিরিয়ার ৫ জন, মিসরের ৪ জন রয়েছেন। আর নিহত ৯ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি ও অন্যজন পাকিস্তানের নাগরিক জানা গেছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ