বিএনএ, রাঙামাটি : রাঙামাটি লংগদু উপজেলার সাংবাদিক ওমর ফারুক মুছা চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২ মে) দুপুর ৩ টায় তিনি মারা যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে রাঙামাটি রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ।
ওমর ফারুক মুছা জাতীয় দৈনিক আজকের পত্রিকা লংগদু প্রতিনিধি ও স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম, পাহাড় ২৪ ডট কম এর নিজস্ব প্রতিবেদক এবং লংগদু প্রেসক্লাবের সভাপতি ছিলেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল প্রায় ৪৫ বছর।
তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভোগছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শুক্রবার (৩ মে) সকালে মাইনীমূখ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ওনার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
সাংবাদিক ওমর ফারুক মুছার মৃত্যুতে রাঙামাটি রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে এক শোক বিবৃতি প্রেরণ করা হয়েছে। এক বিবৃতিতে সভাপতি মোঃ সাইফুল উদ্দীন ও সাধারণ সম্পাদক মিশু মল্লিক ওমর ফারুক মুছার আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ এইচ.এম/এইচমুন্নী