বিএনএ স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার রাতেই দেশ ছাড়ছেন লিটন দাস। দলের সাথে যোগ দিতে রওনা দিবেন ইংল্যান্ডের উদ্দেশে। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দেবেন তিনি। পারিবারিক কারণে দলছুট হয়ে একদিন পর একাই যাচ্ছেন তিনি।
ইংল্যান্ডে দলের সাথে লিটন দাসের যোগ দেবার কথা ছিল ৫ মে, বিসিবি থেকে ছুটিও মিলেছিল। তবে হঠাৎ আইপিএল ছেড়ে দেশে চলে আসায় ভাবা হচ্ছিল, হয়তো দলের সাথে পহেলা মে উড়াল দিবেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। তবে তাও হয়নি। তবে মঙ্গলবার (২ মে) দেশ ছাড়ছেন তিনি।
লিটন আজ রাতে রওনা দিলেও দল ইতোমধ্যেই ইংল্যান্ডে পৌঁছে গেছে। অবস্থান করছে চেমসফোর্ডে। সেখানেই আগামী ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।
বিএনএনিউজ/বিএম