বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের চকবাজার থানার সিরাজুদ্দৌলা রোডে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ মে) নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জনি (৩৭), মো. শফিকুল ইসলাম (৩৬) ও আহম্মদ নূর (৩৩)।
বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইউম বলেন, রিয়াজ নামে এক ব্যক্তি গত ৬ মার্চ বিকেল ৫টায় মুরাদপুর অফিসে যাওয়ার পথে সিরাজউদোলা রোডে একটি প্রাইভেট সিএনজি অটোরিকশায় চারজন লোক এসে তাকে সিএনজিতে তুলে নেয়। এসময় তার নিকট থাকা নগদ ৫ লাখ ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর তিনি চকবাজার থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় তদন্তে নেমে সিএনজি অটোরিকশাটি শনাক্ত করা হয়। এরপর ঘটনার মূলহোতা টিপুকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে। এর মধ্যে টিপু আদালতে আত্মসমর্পণ করে। তাকে ১ দিনের রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে টিপুর দেয়া তথ্য মতে সোমবার (১ মে) রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে টিপুর সহযোগী জনি, শফিকুল ইসলাম, আহমদ নূরদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮০ হাজার টাকা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
বিএনএনিউজ/বিএম