25 C
আবহাওয়া
৫:৪২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » কৃত্রিম বুদ্ধিমত্তা(এআই)র বিপদ নিয়ে এবার স্বাধীনভাবে কথা বলবেন হিনটন

কৃত্রিম বুদ্ধিমত্তা(এআই)র বিপদ নিয়ে এবার স্বাধীনভাবে কথা বলবেন হিনটন

জিওফ্রে হিনটন

বিএনএ রিপোর্ট:  কৃত্রিম বুদ্ধিমত্তার(এআই) গডফাদার বলে পরিচিত জিওফ্রে হিনটন গুগল হতে পদত্যাগ করেছেন। এবার তিনি স্বাধীনভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদ নিয়ে কথা বলতে চান।

এ বিষয়ে জিওফ্রে হিনটন বলেন, ‘আমি গুগল ছেড়েছি যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যত বিপদ নিয়ে কথা বলতে পারি। কথা বলার সময় আমাকে যাতে এটি ভাবতে না হয় যে, আমার মন্তব্যের জন্য গুগল ক্ষতিগ্রস্থ হতে পারে।’

এআই এর গডফাদার টুইটে আরও জানান, গুগল অতীতে এই বিষয়ে খুব দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছে।

গত সোমবার এক টুইট পোস্টে জিওফ্রে হিনটন জানান, তিনি গুগল থেকে পদত্যাগ করেছেন, কারণ তিনি চান আরও স্বাধীনভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদ নিয়ে কথা বলতে। আর এটি নিয়ে কথা বলতে গেলে গুগলের প্রসঙ্গ আসবেই। নৈতিক সংঘর্ষ এড়াতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

নিজের পদত্যাগের বিষয়ে হিনটন আরও বলেন, ‘এতদিন আমি নিজেকে খুব সাদামাটা বুঝ দিয়েছি। আমি ভেবেছি, আমি যদি এটা না করতাম তাহলে কেউ না কেউ তো করতোই।’

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে (AI) যাকে বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ