26 C
আবহাওয়া
১:০৭ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » পবিত্র ঈদুল ফিতর মঙ্গলবার

পবিত্র ঈদুল ফিতর মঙ্গলবার

পবিত্র ঈদুল ফিতর মঙ্গলবার

বিএনএ, ঢাকা:  আজ সোমবার(২ মে )পবিত্র রমজান মাস ৩০ দিন বা ৩০ রোজা পূর্ণ হবে। আগামীকাল ৩ মে  মঙ্গলবার থেকে ১৪৪৩ হিজরি সনের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। ফলে ৩ মে মঙ্গলবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর  উদযাপিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন সাংবাদিকদের জানান, নিয়ম অনুযায়ী ২৯ রমজানে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপিত হয়। কিন্তু এদিন চাঁদ দেখা না গেলে রোজা ৩০টি পালন করতে হয় এবং ৩০ রোজার পরদিন ঈদুল ফিতর উদযাপন করা হয়।

মহামারি করোনা ভাইরাসের কারণে গত দুই বছর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত না হলেও এবার এখানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। শত বছরের ঐতিহ্য ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদ জামাতও এবার অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বায়তুল মুকাররম জাতীয় মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে- সকাল ৭টায়, এরপর পর্যায়ক্রমে ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে শেষ ঈদ জামাত।

মক্কা-মদিনায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ