Bnanews24.com
Home » মক্কা-মদিনায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত
ইসলাম ও ঐতিহ্য কভার বিশ্ব সব খবর

মক্কা-মদিনায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

মক্কা-মদিনায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

সোমবার(২মে)ভোরে ফজরের নামাজের পরপরই পবিত্র মক্কা-মদিনায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। খবর আরব নিউজের/সৌদি প্রেস এজেন্সি।
মক্কা-মদিনায় পবিত্র ঈদুল ফিতরের

মক্কায় গ্রান্ড মসজিদে নামাজে ইমামতি করেন ইমাম সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ। বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যুবরাজ বদর বিন সুলতান, মক্কার গভর্ণর ও ডেপুটি গভর্ণরসহ দেশটির উচ্চ পদস্থ নেতা কর্মকর্তারা সেখানে ঈদের নামাজ আদায় করেন।

মদিনার মসজিদে নব্বীতে ঈদের জামাতে অংশ নেন মদিনার গভর্ণর প্রিন্স ফয়সাল বিন সালমান বিন  আবদুল আজিজ, ডেপুটি গভর্ণর প্রিন্স সৌদ বিন খালিদ আল ফয়সাল।

ঈদের নামাজ আদায় শেষে সৌদিবাদশাহ আল সাফা প্যালেসে প্রিন্স,স্কলার এবং দেশি বিদেশি পদস্থদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সৌদি বাদশাহ। তিনি মহান আল্লাহতায়ালার নিকট রমজান মাস সুন্দর ও সফলভাবে অতিক্রম এবং ঈদুল ফিতর আদায় করতে পারায় শুকরিয়া আদায় করেন।

বিএনএনিউজ২৪, এসজিএন