14 C
আবহাওয়া
৭:৪০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » সিলেটের হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

সিলেটের হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে


বিএনএ সিলেট: সিলেট নগরীর লালদিঘির পাড়ের হকার্স মার্কেটে লাগা আগুন নিভেছে। ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সোমবার রাত সাড়ে তিনটার দিকে মার্কেটটিতে আগুন লাগে।

সিলেটের বৃহত্তম এই মার্কেট মূলত পাইকারি মার্কেট হিসেবে পরিচিত। ভোরে আগুন লাগার খবর পেয়েই দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। আশপাশের লোকজনের সহায়তার তারা দুই ঘণ্টার মধ্যেই আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু তার আগেই ২০টির মতো দোকান পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আরও অনেক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির মোট পরিমাণ এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মামুন পারভেজ বলেন, আগুন লাগার খবর পাওয়া মাত্রা ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে যায়।

তিনি আরও বলেন, হকার্স মার্কেট এলাকায় শতাধিক দোকান আছে। মার্কেটটিতে কয়েকটি গলি রয়েছে। এর মধ্যে একাধিক গলিতে আগুন ছড়িয়ে পড়ে। তদন্তের পর আগুন লাগার কারণে ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ