17 C
আবহাওয়া
৫:৫৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » বিশ্বে করোনায় মৃত্যু নামল হাজারের নিচে

বিশ্বে করোনায় মৃত্যু নামল হাজারের নিচে

রোনা আপডেট: বিশ্বে ২৪ ঘন্টায় মৃত্যু প্রায় ২ হাজার

বিএনএ বিশ্ব ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রাণহানি ও শনাক্তের তালিকা লম্বাই হচ্ছে। দুই বছর ধরে তাণ্ডব চালানো ভাইরাসটির প্রকোপ এখন অনেকটা কমে এসেছে। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা হাজারের নিচে নেমেছে। এই সময়ে ৯২৬ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। একই সময় অদৃশ্য ভাইরাসটি শনাক্ত হয়েছে দুই লাখ ৬৮ হাজারের বেশি মানুষের দেহে।

করোনাভাইরাসের লাইভ আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে দুই লাখ ৬৮ হাজার ৪০২ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৯২৬ জনের।

নতুন শনাক্তদের নিয়ে মোট ৫১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ৯৩১ জনের করোনা ধরা পড়ল। এছাড়া মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬২ লাখ ৬১ হাজার ৫৯৮ জনে। ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৪৬ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ৩০ জন।

২০১৯ সালের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে। মহামারি শুরুর প্রায় এক বছর পর টিকা আবিষ্কার করতে সক্ষম হন বিজ্ঞানীরা। তারপর থেকে করোনার ঢেউ অনেকটা কমে আসে। এমন অবস্থার পর করোনার নতুন ধরন ওমিক্রন বিশ্বজুড়ে ফের আতঙ্ক সৃষ্টি করে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ করোনা টিকার বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছে। করোনার প্রকোপ থেকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে বিশ্ব।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ