21 C
আবহাওয়া
৯:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » দ্বিগুণ রেমিট্যান্স এসেছে এপ্রিলে

দ্বিগুণ রেমিট্যান্স এসেছে এপ্রিলে

বাংলাদেশ ব্যাংক

বিএনএ, বিশ্বডেস্ক : চলতি অর্থবছরের এপ্রিল মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে দুই দশমিক শূন্য সাত বিলিয়ন ডলারে। যা গত বছরের এপ্রিল মাসের তুলনায় প্রায় দ্বিগুণ।

রোববার (২ মে) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল ১০ মাসে প্রবাসীরা মোট ২ হাজার ৬৭ ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের বছরের একই সময়ে এসেছিল এক হাজার ৪৮৭ কোটি ডলার। এ হিসেবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ১০ মাসে রেমিট্যান্স বেশি এসেছে ৫৮০ কোটি ডলার বা ৩৯ শতাংশ।

এ ছাড়া, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তা গত বছরের একই সময়ে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের তুলনায় ৩৯ শতাংশ বেশি।

করোনাভাইরাসের এই সময়ে অর্থনীতির অধিকাংশ ক্ষেত্রে খারাপ অবস্থা তৈরি হলেও রেমিট্যান্স অন্য যেকোনো সময়ের তুলনায় বাড়ছে। যদিও করোনার প্রভাব শুরুর পর বিশ্বব্যাংক, আইএমএফসহ বিভিন্ন সংস্থা থেকে বলা হয়েছিল, বাংলাদেশের রেমিট্যান্স কমবে। শুরুর পর গতবছরের মার্চ, এপ্রিল ও মে মাসে ব্যাপক কমেছিলও। তবে জুন থেকে ধারাবাহিকভাবে বাড়ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ