বিএনএ, বিশ্বডেস্ক : ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে আগুন লেগেছে। ইসরাইলি টিভি নেটওয়ার্ক চ্যানেল-থার্টিন জানিয়েছে, রোববার (২ মে) বিমানবন্দরের কাছাকাছি পার্শ্ববর্তী এলাকাটি আগুনে পুড়ছে।
টিভি চ্যানেলটির খবরে আরও বলা হয়েছে, বিশাল এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। পাশেই রয়েছে ইহুদি উপশহর ‘জিতান’। সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। তবে অগ্নি নির্বাপণ বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ইসরাইলি দৈনিক ইয়াদুত আহারনোতও এই খবর দিয়ে জানিয়েছে, রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
গত কয়েকদিন ধরে ইসরাইলে এ ধরণের ঘটনা বেড়ে গেছে।
বেন গুরিয়ন বিমানবন্দরটি দখলদার ইসরাইলের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর। এটি রাজধানী তেল আবিব থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই বিমানবন্দরেই ইসরাইলি বিমান বাহিনীর ২৭তম স্কোয়াড্রনের অবস্থান।
ইসরাইলের প্রথম প্রধানমন্ত্রী বেন গুরিয়নের নামে এই বিমানবন্দরের নামকরণ করা হয়েছে। (পার্সটুডে)
বিএনএনিউজ/এইচ.এম।