19 C
আবহাওয়া
১:৫৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » মডার্নার টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন

মডার্নার টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন

বায়োএনটেক

বিএনএ, বিশ্ব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন মিলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু)। শুক্রবার (৩০ এপ্রিল) হু এই অনুমোদন দেয়।

মডার্নার ভ্যাকসিন এর মধ্য দিয়ে চতুর্থ টিকা হিসেবে অনুমোদন পেল। এর আগে অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার/বায়োএনটেক ও জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদন দিয়েছিল জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত সংস্থাটি।

কেবল মডার্নাই নয়, শিগগিরই চীনের তৈরি সিনোভ্যাক টিকারও জরুরি ব্যবহারের হু অনুমোদন দিতে যাচ্ছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

মডর্নার টিকা অনেকদিন আগে উৎপাদনে আসলেও তাদের অনুমোদন দেওয়ার বিষয়ে বেশ খনিকটা সময় নেয় হু। তার পেছনের কারণ ছিল এই টিকার কার্যকারিতার ব্যাপারে যথাযথ তথ্য ও উপাত্ত পাওয়া। মডার্না দাবি করেছে প্রাথমিক ট্রায়ালে তাদের টিকাটি ৯৪.৫ শতাংশ কার্যকর হয়েছে। এরপর ২০২০ সালের ডিসেম্বরে জরুরি ব্যবহারের অনুমতি চেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করে মার্কিন বায়োটেক কোম্পানি মডার্না।

একটি টিকার ব্যবহার শুরুর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের অপেক্ষায় থাকে। অবশেষে সেই অপেক্ষার পালা ফুরালো মডার্নার ক্ষেত্রে। এখন থেকে বিভিন্ন দেশ চাইলে মডার্নার টিকা কিনতে ও ব্যবহার করতে পারবে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ