29 C
আবহাওয়া
৬:৪৩ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বান্দরবানে সোনালী ব্যাংকের শাখা লুট, ম্যানেজার অপহরণ

বান্দরবানে সোনালী ব্যাংকের শাখা লুট, ম্যানেজার অপহরণ

বান্দরবানের সোনালী ব্যাংকে সন্ত্রাসীদের হানা, ম্যানেজারকে অপহরণ

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকের শাখায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় নগদ টাকাসহ ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নেয়ার অভিযোগ উঠেছে কুকি চিন ন‌্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে।

মঙ্গলবার (২ এপ্রিল ২০২৪) রাত ৯টার দিকে এশা ও তারাবির নামাজ চলাকালে বিদ্যুৎ না থাকা অবস্থায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জানা যায়, ৬০-৭০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল এ ঘটনায় জড়িত। ঘটনার সময় ব্যাংকের নিরাপত্তারক্ষী এবং কর্মচারীরা নামাজে ব্যস্ত ছিল। ঠিক এই সময়ে সশস্ত্র সন্ত্রাসীরা ব্যাংকে হানা দিয়ে এ ঘটনা ঘটায়।

 

রুমা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনার পর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।পুলিশ টহল দিচ্ছে। তবে কত টাকা লুট হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্টরা জানিয়েছেন, মাসের প্রথম দিকে উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের বেতনের প্রচুর টাকা জমা ছিল সোনালী ব্যাংকের উপজেলা শাখায়।

সশস্ত্র সন্ত্রাসীরা ব্যাংক চত্বরে নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ সদস্যদের কাছে থাকা অস্ত্রগুলো নিয়ে গেছে তারা।

পুলিশ সুপার সৈকত শাহীন গণমাধ্যমকে জানান, একদল সন্ত্রাসী ব্যাংকে হামলা করে টাকা এবং অস্ত্র লুট করে নিয়ে গেছে। তবে কত টাকা লুট করা হয়েছে এবং কোন সন্ত্রাসী দল ঘটনায় জড়িত সে বিষয়ে তিনি এখনো বিস্তারিত কিছু জানাননি।

এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ