25 C
আবহাওয়া
১২:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » তরমুজের দাম চড়া

তরমুজের দাম চড়া

তরমুজ

বিএনএ,বরিশাল :  প্রায় দ্বিগুণ তরমুজ উৎপাদন হলেও খুচরা বাজারে এর দাম আকাশছোঁয়া। গত কয়েক বছরের চেয়ে এ বছর অনেক বেশি দামে তরমুজ বিক্রি হচ্ছে বলে অভিযোগ বরিশালের ক্রেতাদের। অথচ কৃষি বিভাগ বলছে বরিশাল বিভাগে এ বছর তরমুজ উৎপাদন বিগত দিনের রেকর্ড ভেঙেছে।

গত ২ এপ্রিল ২০২৩ নগরীর পোর্ট রোডে তরমুজের আড়তগুলোতে দেখা যায়, চাষিরা বিভাগের বিভিন্ন স্থান থেকে তাদের তরমুজ ট্রলারবোঝাই করে বিক্রির জন্য আড়তে নিয়ে আসছেন। শ্রমিকরা তরমুজ নামিয়ে আড়তে মজুত করছেন। কেউ কেউ আবার সরাসরি ট্রলার থেকে কিনে ট্রাকবোঝাই করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছেন।

তরমুজচাষি মান্নান গাজী সাংবাদিকদের জানান, এ বছর ৬ বিঘা জমিতে তরমুজ চাষ করেছেন। তিনি জানান, এ বছর ভালো আবহাওয়ার কারণে তরমুজ খুব একটা নষ্ট হয়নি। তাই ফলনও ভালো হয়েছে। দামও ভালো পাচ্ছেন।

মান্নান গাজী বলেন, শত হিসেবে আড়তে তরমুজ দিচ্ছেন তিনি। তরমুজের আকার ও সাইজ অনুযায়ী একশ তরমুজ ৫ হাজার থেকে সাড়ে ২২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

বিএনএ,সৈয়দ কাজল,জিএন

Loading


শিরোনাম বিএনএ