24 C
আবহাওয়া
৭:৫৪ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » প্রতারণার অভিযোগে রিমি সেনের মামলা

প্রতারণার অভিযোগে রিমি সেনের মামলা

রিমি

বিএনএ, বিনোদন ডেস্ক: প্রতারণার অভিযোগে মামলা দায়ের করলেন বলিউড অভিনেত্রী রিমি সেন। গত ২৯ মার্চ রওনক ব্যাস নামে এক ব্যবসায়ীর নামে মুম্বাইয়ের খার থানায় এই মামলা দায়ের করেছেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, রিমি সেন ৪ কোটি ১৪ লাখ রুপি এক ব্যবসায়ীকে দিয়েছিলেন। মূলত নতুন একটি ব্যবসায় এ অর্থ বিনিয়োগের জন্য নেন তিনি। তার পরিবর্তে রিমিকে ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার কথা ছিল।

২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের নভেম্বরের মধ্যে এই অর্থ বিনিয়োগ করেন রিমি। কিন্তু এরপর থেকে ওই ব্যবসায়ী রিমির ফোন কল রিসিভ করেন না। অবশেষে এ বিষয়ে মামলা করলেন ‘হাঙ্গামা’ খ্যাত এই অভিনেত্রী।

২০১৯ সালে পশ্চিম আন্ধেরির ডিএন নগর এলাকার একটি জিমে অভিযুক্ত রওনক ব্যাসের সঙ্গে পরিচয় হয় রিমির। সময়ের সঙ্গে তৈরি হয় বন্ধুত্ব। রওনক এই অভিনেত্রীকে একটি ব্যবসায় বিনিয়োগের পরিকল্পনার কথা জানান। রিমিকে প্রতিশ্রুতি দেন- এতে বিনিয়োগ করলে ৩০-৪০ শতাংশ লভাংশ তাকে দেওয়া হবে।

৪০ বছর বয়েসী রিমির আসল নাম শুভমিত্র সেন। তার জন্ম কলকাতায়। হিন্দি সিনেমার পাশাপাশি ভারতের দক্ষিণী সিনেমায়ও অভিনয় করেছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ