32 C
আবহাওয়া
৫:৩০ অপরাহ্ণ - অক্টোবর ৬, ২০২৪
Bnanews24.com
Home » দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে আজ থেকে রোজা

দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে আজ থেকে রোজা

ক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে আজ

বিএনএ, চট্টগ্রাম : সৌদি আরবের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশসহ ৬০ গ্রামে শনিবার থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে।সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ এবং পটিয়া ও চন্দনাইশ উপজেলার জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা প্রতি বছরের মতো এবারও পবিত্র মাহে রমজান দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে একদিন আগেই শুরু করবেন।

জানা গেছে, এসব দরবারের অনুসারীরা আড়াই শত বছরেরও বেশি সময় ধরে একদিন আগে রোজা রাখেন। একইভাবে কোরবানি ও ঈদুল ফিতর একদিন আগে পালন করে থাকেন।

যেসব গ্রামে জাহাগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফ ও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা একদিন আগে রোজা রাখবেন, তার মধ্যে রয়েছে— চন্দনাইশের পশ্চিম এলাহাবাদ, কাঞ্চননগর, মাইজপাড়া, জুনিঘোনা, আব্বাস পাড়া, সৈয়দাবাদ, দক্ষণি কাঞ্চননগর, খুনিয়ার পাড়া, হাশিমপুর, কেশুয়া, সাতবাড়িয়া, মোহাম্মদপুর, হারালা, চন্দনাইশ পৌরসভার বুলার তালুক, হরিণার পাড়া, ফকির, সর্বল কাজী বাড়ি, বাশঁখালীর জলদি, কালিপুর, গুনাগড়ি, গন্ডামারার মিঞ্জিরিতলা, সনুয়া, সাধনপুর, আনোয়ারার তৈলার দ্বীপ, বাথুয়া, বারখাইন, বোয়ালখালির চরনদ্বীপ, খরনদ্বীপ, লোহাগাড়ার আমিরাবাদ, চুনতি, বরহাতিয়া, পুটিবিলা, উত্তর সুখছড়ি, আদুনগর, সাতকানিয়ার মির্জাখিল, বাংলাবাজার, মইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাঠিয়াডাঙ্গা, পুরাণগর, মলেয়াবাদ, পটিয়ার মোহাম্মদ নগর ইত্যাদি।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ