বিএনএ, গাজীপুর : । হেফাজতে ইসলামের কর্মী- সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে । শুক্রবার (২ এপ্রিল) বাদ জুমা গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এ সময় পুলিশের ছুড়া রাবার বুলেট, টিয়ার সেল নিক্ষেপের আঘাতে প্রায় অর্ধশত হেফাজতের কর্মী, সমর্থক আহত হয়েছেন।
পুলিশের দেওয়া তথ্যে জানা গেছে, সম্প্রতি সময়ে দেশ জুড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলনে, হেফাজতের কর্মী–সমর্থক নিহত এবং আহত হওয়ার প্রতিবাদে,গাজীপুর জেলা হেফাজতে ইসলামের, কর্মী-সমর্থকেরা পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান নেন।
মহাসড়কে বিক্ষোভকারীরা অবস্থান নেওয়ার কারণে, যানবাহন চলাচলে বিগ্ন সৃষ্টি হয়। পরে পুলিশ তাদেরকে সড়ক ছেড়ে দিতে বললে,নেতা কর্মীরা পুলিশের উপর চড়াও হোন। এক পযার্য়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। হেফাজতের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। পুলিশও তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচা’জ, টিয়ার সেল,রাবার বুলেট নিক্ষেপ করে। প্রায় ( ১) এক ঘণ্টা ধাওয়া -সংঘর্ষের পর। হেফাজতের কর্মী–সমর্থকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয় পুলিশ।
বিএনএনিউজ২৪/এম. এস. রুকন, এসজিএন