18 C
আবহাওয়া
১:৫০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » সুবিধাভোগী কর্মীদের আ.লীগে দরকার নেই: ওবায়দুল কাদের

সুবিধাভোগী কর্মীদের আ.লীগে দরকার নেই: ওবায়দুল কাদের

সুবিধাভোগী কর্মীদের আ.লীগে দরকার নেই: ওবায়দুল কাদের

বিএনএ, ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগে সুবিধাভোগী কর্মীদের দরকার নেই, দরকার শাহজাহানের মতো নিবেদিত কর্মী। রাজনীতিকদের মধ্যে পারস্পরিক বিশ্বাস গড়ে তুলতে হবে এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে টিমওয়ার্ক গড়ে তুলতে হবে।

শুক্রবার (২ এপ্রিল) বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ব্যবস্থাপক প্রয়াত মো. শাহজাহানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন। কাদের সংসদ ভবনে তার সরকারি বাসভবন থেকে এই স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হন।

করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ায় দলীয় নেতাকর্মীদের শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সারা দেশে ক্যাম্পেইন করে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এখন থেকে ঘরোয়াভাবে সীমিত আকারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।’

প্রয়াত শাহজাহানকে স্মরণ করে তিনি বলেন, ‘তার মতো কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। দুঃসময়ে যখন কেউ থাকবে না, তখন শাহজাহানের মতো নিবেদিতপ্রাণ কর্মীরাই পাশে থাকবে।’

বিএনএ/ ওজি 

Loading


শিরোনাম বিএনএ