বিএনএ ডেস্ক: চলতি মাসে ঘূর্ণিঝড়, বন্যা, তীব্র কালবৈশাখী ঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে যেতে পারে ।
আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, এপ্রিলে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনটি বজ্র ও শিলা বৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। অন্য জায়গায় ৫ থেকে ৭ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হবে।
এদিকে, এপ্রিলে দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহসহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) সারাদেশে এক থেকে দুটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া, এ মাসের শেষ দিকে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতীয় অংশে ভারি বৃষ্টির কারণে আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে।
বিএনএনিউজ/আরকেসি