25 C
আবহাওয়া
৪:০৭ পূর্বাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে এতিমদের সঙ্গে জামায়াতের ইফতার

চট্টগ্রামে এতিমদের সঙ্গে জামায়াতের ইফতার

চট্টগ্রামে এতিমদের সঙ্গে জামায়াতের ইফতার

বিএনএ, চট্টগ্রাম: রমজানের প্রথমদিনে এতিমদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী।

রোববার (২ মার্চ) বিকেলে নগরীর দেওয়ানবাজারে নগর জামায়াতের কার্যালয়ে এ আয়োজনে শতাধিক এতিম শিশু-কিশোর অংশ নেয়।

ইফতারপূর্ব আলোচনা সভায় নগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেন, ‘এতিমের হক নষ্টকারি কখনো আখেরাতে নাজাত পাবে না। যারা আল্লাহকে অস্বীকার করে, তারা এতিমদের গলা ধাক্কা দেয়। যারা নামাজে অবহেলা করে, তারা জাহান্নামের অধিবাসী হবে। এতিমদের লালন-পালন করা সরকার এবং বিত্তশালীদের দায়িত্ব। সমাজের ধনীদের সম্পদে অসহায় দুঃস্থ ও গরীব-মিসকিনদের অধিকার ফিরিয়ে দিতে হবে।’

নগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুছ ও সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী।

বিএনএনিউজ/ নাবিদ

 

 

Loading


শিরোনাম বিএনএ