বিএনএ, চট্টগ্রাম: পবিত্র রমজান মাস উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ১১ কাছ থেকে সাড়ে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (২ মার্চ) দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ বলেন, ‘অভিযানে ১১ ব্যবসায়ীকে ১৯ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানদারদের ক্রয় রশিদ সংগ্রহ ও ফুটপাতের ওপরে টাঙানো সামিয়ানা দ্রুত সরানোর জন্য হোটেল-রেস্তোরাঁর মালিকদের নির্দেশ দেওয়া হয়।’
বিএনএনিউজ/ নাবিদ