বিএনএ, চট্টগ্রাম: ঢাকাস্থ ব্রুনাইয়ের হাইকমিশনার আলহাজ্ব হারিস বিন ওসমান বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত (দঃ) এর শুধুমাত্র বাহ্যিক চাল-চলনেই নয়, বরঞ্চ মাতা ও পিতা উভয়ের অভ্যন্তরীণ গুণাবলী দ্বারাও ফাতেমা (রাঃ) মনের অজান্তেই বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। তাই শৈশব ও বাল্যকাল হতেই তাঁর মধ্যে পরিস্ফুট হয়েছিল আল্লাহর প্রতি দৃঢ় ঈমানী শক্তি। ফাতেমাতুজ্জোহরা (রাঃ) ছিলেন অন্যান্য গুণের অধিকারী।
শনিবার (২ মার্চ) সকালে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল মিলনায়তনে ‘‘নারী জাতির মুক্তি ও উন্নয়নের অগ্রদূত খাতুনে জান্নাত ফাতেমাতুজ্জোহরা (রা:)’’ শীর্ষক জিলানী কমপ্লেক্স বাংলাদেশের ব্যবস্থাপনায় জিলানী ইসলামিক উইম্যান সোসাইটির সহযোগিতায় ন্যাশনাল ইসলামিক উইম্যান সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, সততা ন্যায়নিষ্ঠা, স্নেহ-মমতা, প্রীতি, প্রেম, ক্ষমা, ত্যাগ, সেবা, সংযম, সহিষ্ণুতা, উদারতা, সৎ সাহস, নির্ভীকতা, তেজস্বিতা, আত্মবিশ্বাস, স্বাবলম্বন, মানব প্রেম, স্বদেশিকতা, জাতীয়তা, নম্রতা প্রভৃতি মহামানবীয় গুণ, যা হযরত (দঃ) এবং হযরত খাদিজা (রাঃ) কে স্নাত করেছে এবং তাঁর জীবনকে ধীরে ধীরে করে তুলেছে সুষমামণ্ডিত, চরিত্রকে করেছে মাধুর্যময়, যা পরবর্তীতে তাঁকে হযরত আলী (রাঃ) এর আদর্শ স্ত্রী এবং আদর্শ নবী প্রেমিক হতে সাহায্য করে।
জিলানী ইসলামিক উইম্যান সোসাইটির চেয়ারম্যান শাহজাদী আলহাজ্ব সৈয়দা সায়েমা আহমেদ আল্- হাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এটিএম পেয়ারুল ইসলাম।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ ব্রুনাইয়ের প্রথম সেক্রেটারী মো. রজিমি আব্দুল্লাহ, বিএনও লুব্রিকেন্টের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. ইউসুফ, পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ) সম্পাদক মিজানুর রহমান মজুমদার। এস এম মোস্তাক আহমেদ ও অধ্যক্ষ অসীম বড়ুয়া।

বিশেষ অতিথির বক্তব্যে মিজানুর রহমান মজুমদার বলেন, খাতুনে জান্নাত হযরত ফাতেমা-তুজ জাহরা (রাঃ) এর পবিত্র জীবনাদর্শ পৃথিবীর সকল মহিলা সমাজের জন্যই একান্ত অনুকরণীয় ও সমুজ্জ্বল আলোকবর্তিতা। তাঁর আদর্শকে ধারণ করে নিজেদের জীবনকে গড়তে হবে। সাথে সাথে নিজেকে সৎ-স্বাবলম্বীর পাশাপাশি কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হতে হবে। ভাল কাজ গ্রহণ করতে হবে। খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে।
সেমিনারের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান লায়ন আলহাজ্ব এস এম মোরশেদ হোসাইন।

জিলানী ইসলামিক উইম্যান সোসাইটি ঢাকা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদিকা সামেয়া আফরিন মিলির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জিলানী ইসলামিক উইম্যান সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা আ ন ম দেলাওয়ার হোসাইন আল্-কাদেরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিনহাজুল আনোয়ার। প্রধান বক্তা ছিলেন রিস্ক ম্যানেজমেন্ট কমিটির (আইবিইবিএল) সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আব্দুল মতিন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মহিবুল্লাহ, নাতে রাসূল (সাঃ) পরিবেশন করেন মো. রিজভী।
সেমিনারে গুণীজন সংবর্ধনা ও মেধাবী সম্মাননা পদক প্রদান করা হয়। শেষে মিলাদ, দোয়া ও মোনাজাত করা হয়।
বিএনএনিউজ/ বাবর মুনাফ/হাসনা