18 C
আবহাওয়া
১:৫৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট ভো ভ্যান থুওং

ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট ভো ভ্যান থুওং


বিএনএ বিশ্বডেস্ক: ভিয়েতনামে নামে মাত্র জাতীয় পরিষদের সদস্যদের ভোটে ভো ভ্যান থুওং বৃহস্পতিবার (৩ মার্চ) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। প্রেসিডেন্ট পদের জন্যে ভো ভ্যান থুওং (৫২) ছিলেন একমাত্র প্রার্থী। তিনি ৪৮৮ ভোটের মধ্যে ৪৮৭টি ভোট পান। তার মেয়াদকাল হবে ২০২৬ সাল পর্যন্ত।

নির্বাচিত হয়ে ভো ভ্যান থুওং দুর্নীতি দমনের অঙ্গীকার করেন। যদিও তার পূর্বসুরি প্রেসিডেন্ট নগুয়ান জুয়ান ফুক এ অভিযান পরিচালনা করতে গিয়ে জানুয়ারিতে পদত্যাগে বাধ্য হয়েছিলেন। প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিবৃতিতে ভো ভ্যান বলেছেন, তিনি দুর্নীতি ও নেতিবাচক প্রচারণায় দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন।

উল্লেখ্য, ভো ভ্যান থুওং পলিটব্যুরোর ১৬ সদস্যের একজন। তাঁকে দলীয় সেক্রেটারি জেনারেল নগুয়েন ফু ত্রংয়ের ঘনিষ্ঠ হিসেবে মনে করা হয়। ত্রং দলের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি এবং তাঁকে দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি মনে করা হয়। কমিউনিস্ট পার্টির দুর্নীতিবিরোধী অভিযানের কারণে সাবেক প্রেসিডেন্ট, দুই উপপ্রধানমন্ত্রীসহ বহু কর্মকর্তা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

বিএনএ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ