31 C
আবহাওয়া
১১:০৭ অপরাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » সামরিক পদক্ষেপের বিপক্ষে অটল ন্যাটো

সামরিক পদক্ষেপের বিপক্ষে অটল ন্যাটো

ন্যাটো --The North Atlantic Treaty Organization

ইউক্রেন রাষ্ট্রটি ন্যাটো(ন্যাটো (NATO) (North Atlantic Treaty Organization) জোটভুক্ত নয়। তাই ইউক্রেনে রুশ হামলার জবাবে সামরিক পদক্ষেপ না নেয়ার ব্যাপারে এখনও অটল ন্যাটো। ন্যাটো জোটের এক বিবৃতিতে বুধবার(২ মার্চ ) বলা হয়েছে,  ন্যাটো জোটের পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে আলোচনার জন্য শুক্রবার ব্রাসেলসে জরুরি বৈঠকে বসছেন।

এছাড়া রাশিযার বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইউক্রেনের ওপর নো ফ্লাই জোন কার্যকরে কিয়েভের দাবিও প্রত্যাখ্যান করেছে ন্যাটো। ন্যাটো বলছে, এতে মস্কোর সাথে সামরিক সংঘাত শুরুর আশংকা থাকায় দাবিটি মানা গেল না।

বিএনএ নিউজ২৪,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ