28 C
আবহাওয়া
৭:২১ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: আন্তর্জাতিক আদালতে শুনানি ৭-৮ মার্চ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: আন্তর্জাতিক আদালতে শুনানি ৭-৮ মার্চ


বিএনএ, বিশ্বডেস্ক: ইউক্রেনে রুশ বাহিনীর হামলা নিয়ে দেশটি আন্তর্জাতিক আদালতে মামলার আবেদন করে। বুধবার (২ মার্চ) আন্তর্জাতিক আদালত এই অভিযোগের শুনানির তারিখ নির্ধারণ করেছে।

আইসিজের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। খবর আল জাজিরার। বিবৃতিতে বলা হয়, আইসিজেতে রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার যে অভিযোগ ইউক্রেন করেছে তার শুনানি হবে ৭ ও ৮ মার্চ।

এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতের প্রসিকিউটর করিম খান এরই মধ্যে ইউক্রেনে তদন্ত করার ঘোষণা দিয়েছেন।

এর আগে গত রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার ব্যক্তিগত টুইটারে এক বার্তার মাধ্যমে জানিয়েছিলেন, রাশিয়ার বিরুদ্ধে আইসিজেতে মামলার আবেদন জমা দিয়েছে ইউক্রেন। আগ্রাসনকে ন্যায্যতা দিতে গণহত্যার ধারণাকে কাজে লাগানোয় রাশিয়াকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, আমরা এখনই রাশিয়ার সামরিক তৎপরতা বন্ধের নির্দেশ দিতে জরুরি সিদ্ধান্তের অনুরোধ করছি এবং আগামী সপ্তাহে বিচার শুরু হবে বলে আশা করছি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ