18 C
আবহাওয়া
৯:১৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » আবারও ছন্দে ফিরলো রিয়াল

আবারও ছন্দে ফিরলো রিয়াল

রিয়াল

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগায় সোমবার রাতে ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে আতিথ্য দিয়েছিল রিয়াল মাদ্রিদ। অতিথিরা কাঁদিয়ে যেতে বসেছিল লস ব্লাঙ্কোসদের। তবে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রের অন্তিম মুহূর্তের গোলে হার এড়িয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে তারা।

এই ড্রয়ে পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়েছে রিয়াল। ২৫ ম্যাচ থেকে ৫৩ পয়েন্ট সংগ্রহ করে তারা রয়েছে তৃতীয় স্থানে। সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে বার্সেলোনা রয়েছে দ্বিতীয় স্থানে। আর এক ম্যাচ কম খেলা অ্যাটলেটিকো মাদ্রিদ ৫৮ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। আগামী সপ্তাহে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচের জয়-পরাজয়ের ওপর নির্ভর করছে এবারের মৌসুমে রিয়ালের লা লিগার শিরোপা জয়ের দৌড়।

অবশ্য ইনজুরির কারণে সোসিয়েদাদের বিপক্ষে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে মাঠে নামাতে পারেননি জিদান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রথমার্ধে দুই-দুইবার বারে বল লেগে ফিরে আসে। তাতে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর ৫৫ মিনিটে পোর্তু হেডে গোল করে এগিয়ে নেন সোসিয়েদাদকে। ৮৯ মিনিটে বক্সের মধ্যে দারুণ প্রচেষ্টায় গোল করে হার এড়ান ভিনিসিউস।অবশ্য সোমবার রাতে ভাগ্য সঙ্গে ছিল না রিয়ালের। নতুবা একাধিকবার দারুণ দারুণ সব সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেনি তারা।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার