36 C
আবহাওয়া
৪:৪৮ অপরাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

বিশ্ব ইজতেমা

ঢাকা: আমবয়ানের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীতে শুরু হয়েছে তাবলীগ জামাতের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে ইজতেমার মাঠ। ইতোমধ্যে দেশ-বিদেশের লাখো মুসলিম জনতার পদচারণায় মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ তীর। তাদের আগমন অব্যাহত রয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পরে শুরু হয় বিশ্ব ইজতেমার ৫৭তম আসর। আগামী রোববার (৪ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

পাকিস্তানের মাওলানা আহমদ বাটলার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আর তা তাৎক্ষণিকভাবে বাংলায় তরজমা করেন মাওলানা নুরুর রহমান। সকাল ১০টায় তালিম করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেব। তার তালিমের পরপরই দেশের বৃহত্তম জুমার নামাজের প্রস্তুতি শুরু করা হবে। শুক্রবার জুমার নামাজে ইমামতি করার সূচি রয়েছে মাওলানা জুবায়ের এর।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ