বিএনএ, কক্সবাজার: মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার সদস্য ইসমাইল ওরফে ইসলাম (২৬)।আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ক্যাম্প থেকে বেরিয়ে কক্সবাজার শহরে রওয়ানা হচ্ছিলো। কিন্তু তার শেষ রক্ষা হয়নি। র্যাব-১৫ এর তল্লাশি চৌকিতে ধরা পড়েছে এই রোহিঙ্গা সন্ত্রাসীসহ দুই জন।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক ( আইন ও গণমাধ্যম) আবু সালাম চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা হলেন, টেকনাফ উনসিপ্রাং ক্যাম্প নম্বর-২২ এর দিল মোহাম্মদের ছেলে মো. শফিক প্রকাশ হাফেজ শফিক (৩০) একই ক্যাম্পের রশিদ আহম্মদের ছেলে বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার সক্রিয় সদস্য ইসমাইল প্রকাশ ইসলাম (২৬)।
র্যাবের দেয়া তথ্যে জানা যায়, ২০১৭ সাল থেকে অদ্যবদি অধিকাংশ নাশকতা ও সহিংস ঘটনার সাথে রোহিঙ্গা ইসমাইল প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল বলে র্যাবের কাছে স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুন, ঘুম, অপহরণ সহ নানা অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।
বিএনএ/ ফরিদুল, এমএফ