27 C
আবহাওয়া
৪:৫৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » সাতকানিয়ায় ১২৯০০ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার

সাতকানিয়ায় ১২৯০০ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় ১২ হাজার ৯০০ পিস ইয়াবাসহ এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে কেরানিহাট বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া বৃদ্ধর নাম মোহাম্মদ ছৈয়দ নুর (৬২)। তাঁর বাড়ি সাতকানিয়া পৌরসভার সামিয়ারপাড়ায়।

র‍্যাব-৭ জানায়, সিপিসি-৩ চাঁদগাঁওয়ের মেজর মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে সাতকানিয়ার কেরানিহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে নূরকে গ্রেপ্তার করা হয়। ছৈয়দ নুরকে সকালেই সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়। জব্দ করা ইয়াবার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছির আরাফাত জানান, ছৈয়দ নুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ