Bnanews24.com
Home » জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগে ট্রাস্টের উদ্বোধন
শিক্ষা সব খবর

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগে ট্রাস্টের উদ্বোধন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগে ট্রাস্টের উদ্বোধন

বিএনএ, জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগে অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য পাঁচ লক্ষ টাকা মূল্যমানের তৃতীয় ট্রাস্ট ফান্ড মোঃ সামছুল হক ও জোহরা খাতুন ট্রাস্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) তৃতীয় ট্রাস্টের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন, ট্রাস্টিবৃন্দ, অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং রেজিস্ট্রার।

এসময় উপাচার্য ট্রাস্ট ফান্ডের দাতাত্রয় জনাব সাহানা পারভীন, জনাব শাহরিয়ার পারভীন এবং জনাব সারোয়ারী পারভিন হককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, উদ্ভিদবিজ্ঞান বিভাগে চার লক্ষ টাকা মূল্যমানের শেখ আবুল হোসেন ও আবেদা খাতুন ট্রাস্ট ফান্ড এবং পাঁচ লক্ষ টাকা মূল্যমানের ড. মোঃ আতাহার উদ্দিন ট্রাস্ট ফান্ড নামে আরও দুইটি ট্রাস্ট ফান্ড পরিচালিত হয়ে আসছে।

 

বিএনএ নিউজ/ সাহিদুল/এইচ.এম।