ঢাকা: নতুন বছরের শুরু থেকে রাজধানীতে শীতের তীব্রতা বেড়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল থেকেই সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি আরও বাড়ছে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, বুধবার (১ জানুয়ারি) ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, ডিসেম্বর মাসে অন্তত তিনটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যার ফলে টানা শীত পড়েনি। তবে মাসের শেষ দিকে তাপমাত্রা কমতে শুরু করেছে। দেশের কিছু এলাকায় ইতোমধ্যে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে এবং কুয়াশাও বাড়তে থাকবে।
এছাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী শুক্র বা শনিবার বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। এতে শীতের অনুভূতি কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা। আজ সকাল সাড়ে ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৫ শতাংশ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বিএনএ, এসজিএন