16 C
আবহাওয়া
৯:২৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » বরিশালে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী মিছিলে হামলার অভিযোগ

বরিশালে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী মিছিলে হামলার অভিযোগ


বিএনএ, বরিশাল : বরিশাল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক রাজুর নির্বাচনী মিছিলে হামলা ও ফাঁকা গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় মিছিলের ১২টি মোটরসাইকেলে আগুন দিয়েছে হামলাকারীরা। হামলায় স্বতন্ত্র প্রার্থীর অন্তত ২০/২৫ কমী আহত হয়েছেন বলে দাবি  সতন্ত্র প্রার্থীর পক্ষের।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে বানারীপাড়া উপজেলার বাইশারী গ্রামে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের ফাইয়াজুল হক রাজুর অভিযোগ, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা ও তার ছোট ভাই উদয়কাঠি ইউপি চেয়ারম্যান রাহাদ আহম্মেদ ননীর নেতৃত্বে এই হামলা হয়েছে।

বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্তরা হালদার মোটরসাইকেলে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঘটনাস্থলে গুলির কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছ

বিএনএনিউজ/ সাইয়েদ কাজল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ