বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়ি বাজারে মরা ছাগল জবাই করে মাংস বিক্রির অপরাধে কসাইকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে মোবাইল কোর্টের মাধ্যমে কসাই মোঃ ওয়াসিমকে এই অর্থদণ্ড দেয়া হয়। সে খাগড়াছড়ি সদর মুসলিম পাড়া এলাকার বাসিন্দা ইয়াকুব আলী-বানু আক্তার দম্পতির ছেলে।
কসাই ওয়াসিম মরা ছাগল জবাই করে বাজারে বিক্রি করতে আনলে স্থানীয় ক্রেতাসাধারণ বুঝতে পেরে পুলিশে খবর দেন। পুলিশ তাকে আটক করলে সে মিথ্যার আশ্রয় নেন, পরে খাগড়াছড়ি ভেটোনারী সার্জন ডাঃ মোঃ সিরাজ ঘটনাস্থলে গিয়ে মরা ছাগল বলে নিশ্চিত করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এরফান উদ্দিন কে বিষয়টি অবগত করা হলে তিনি পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন কসাই ওয়াসিমকে।
বিএনএনিউজ/আনোয়ার/এইচ.এম।