17 C
আবহাওয়া
১০:৫৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারা সাংবাদিক সমিতির ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

আনোয়ারা সাংবাদিক সমিতির ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন


বিএনএ, আনোয়ারা :চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) এর বার্ষিক প্রকাশনা ২০২৪ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে প্রকাশনা উৎসবের আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক রূপন দত্তের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এনামুল হক নাবিদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও ৫নং বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শামসুল ইসলাম, আনোয়ারা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক আজাদী প্রতিনিধি এম নুরুল ইসলাম, দৈনিক প্রথম আলো প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ মোরশেদ হোসেন ।

এসময় সাংবাদিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি ফরহাদুল ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি জাবেদুল ইসলাম, দপ্তর সম্পাদক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি জাহিদ হাসান হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ রিয়াদ হোসন, সমাজসেবা ও পাঠাগার সম্পাদক দৈনিক আজকের চট্টগ্রাম প্রতিনিধি শেখ আব্দুল্লাহ, কার্যকরী কমিটির সদস্য দৈনিক সংবাদ ও চট্টগ্রাম প্রতিদিন  কাঞ্চন সুশীল, দৈনিক খোলা কাগজ ও দেশ বর্তমান প্রতিনিধি নুরুল কবির, দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি মোঃ আরফাত হোসেন।

বিএনএনিউজ/ এনামুল হক নাবিদ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ