21 C
আবহাওয়া
১০:২২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » দক্ষিণ কোরিয়ায় বিরোধীদলীয় নেতা ছুরিকাহত

দক্ষিণ কোরিয়ায় বিরোধীদলীয় নেতা ছুরিকাহত

leader Lee Jae-myung is seen after he was injured in Busan, South Korea,

বিশ্ব ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতা লি জায়ে-মিউং মঙ্গলবার দক্ষিণ-পূর্ব শহর বুসানে যাওয়ার সময় একজন অজ্ঞাত ব্যক্তি হামলা করে গলায় ছুরিকাঘাত করেছে, দেশটির জরুরি কর্মকর্তারা জানিয়েছেন। খবর জাপান পোস্ট।

মঙ্গলবার(২ জানুয়ারি ২০২৪) বুসানের জরুরি কার্যালয় জানিয়েছে, লি শহরের একটি নতুন বিমানবন্দরের নির্মাণস্থল পরিদর্শন করার সময় তার ওপর হামলা করা হয়।

এতে বলা হয়েছে, প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রধান লি সচেতন ছিলেন কিন্তু তার সঠিক অবস্থা জানা যায়নি।

Lee-Jae-myung-
Lee-Jae-myung-

দক্ষিণ কোরিয়ার মিডিয়া প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে বলেছে যে লোকটি লির ঘাড়ে ছুরি মারার জন্য একটি ছুরির মতো অস্ত্র ব্যবহার করেছিল। টিভি ভিডিওতে দেখা গেছে লি মাটিতে শুয়ে একজন ব্যক্তি রক্তপাত বন্ধ করার জন্য তার ঘাড়ে রুমাল চেপে রেখেছেন।

খবরে বলা হয়, পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আটক করেছে। তারা বলেছে, হামলাকারীর মাথায় মুকুটের মতো দেখতে কিছু পরা ছিল।

লি ২০২২ সালের রাষ্ট্রপতি নির্বাচনে রাষ্ট্রপতি ইউন সুক ইওলের কাছে  অল্প ভোটের ব্যবধানে হেরে যান।

লি, একজন উদারপন্থী সাবেক প্রাদেশিক গভর্নর, তার স্পষ্টভাষী শৈলীর জন্য পরিচিত। তার সমর্থকরা তাকে একজন অভিজাত বিরোধী নায়ক হিসেবে দেখেন যিনি প্রতিষ্ঠার রাজনীতির সংস্কার, দুর্নীতি দূর করতে এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য সমাধান করতে পারেন।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ