বিএনএ, ঢাকা: সোশ্যাল ইসলামী ব্যাংকে ২০২৩ সালে প্রায় ৪ লাখ নতুন গ্রাহক যুক্ত হয়েছে। পণ্য ও সেবার প্রসারে ব্যাংকটির বছরব্যাপী নানা কার্যক্রম পরিচালনা সুফল হিসেবে এ অর্জন হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বিগত ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ব্যাংকের ডিপোজিট গ্রাহক বেড়েছে প্রায় ২০ শতাংশ। ২০২৩ সালে ব্যাংকের সঙ্গে নতুন গ্রাহক যুক্ত হয়েছে প্রায় ৪ লাখ। এর ফলে ব্যাংকের ডিপোজিটে যুক্ত হয়েছে প্রায় ১০০০ কোটি টাকা। ২০২২ এর তুলনায় ২০২৩ এ বৈদেশিক বাণিজ্য বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। ব্যাংকের ডিপোজিট পজিশন স্থিতিশীল রাখতে এই ডিপোজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নতুন গ্রাহক ও নতুন হিসাবের স্থিতির ফলে ব্যাংকটি কোনো তারল্য সংকটে পড়ে নি।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম সাংবাদিকদের জানিয়েছেন, ‘ ২০২৩ সালে সোশ্যাল ইসলামী ব্যাংক হকার, ড্রাইভার, অবসরপ্রাপ্ত সিটিজেন, প্রবাসী গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য সঞ্চয় স্কিম চালু করেছে, যা গ্রাহকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তিনি বলেন, আমরা গ্রতিনিয়ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রয়োজনকে বিবেচনায় নিয়ে সেবা-পণ্য চালু করছি। ফলে প্রতিনিয়ত উল্লেখযোগ্যসংখ্যক নতুন গ্রাহক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। নতুন বছরে(২০২৪ ) আরও বেশি গ্রাহক সেবা দেবার পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন’।
বিএনএ,এসজিএন