বিএনএ, বিশ্বডেস্ক : দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পার্লামেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাংলাদেশ সময় রোববার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দেশটির অগ্নিনির্বাপণকর্মীদের পার্লামেন্ট ভবনের বড় অগ্নিশিখা ও ধোঁয়া নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়। খবর এএফপি।
কেপটাউনের জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র বলেন, ভবনের ছাদে আগুন লেগেছে। ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনেও আগুন দেখা যাচ্ছে। অগ্নিনির্বাপণের জন্য আরও লোকবল চেয়ে তিনি বলেন, আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। ভবনের বিভিন্ন দেয়াল ভেঙে পড়ার খবরও পাওয়া যাচ্ছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
বিএনএনিউজ/এইচ.এম।