বিএনএ, স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২১ আসরে খেলবেন না স্পিডস্টার ডেল স্টেইন। আইপিএল থেকে নিজেকে প্রত্যাহারের কথা টুইটার একাউন্টে টুইট দিয়ে জানান দক্ষিণ আফ্রিকার পেসার।
নিজের টুইটার অ্যাকাউন্টে স্টেইন লিখেন, ‘একটি ছোট বার্তার মাধ্যমে সবাইকে জানাতে চাই, এবছর আইপিএলে আমি থাকছি না। এমনকি অন্য কোনো দলের হয়ে খেলার পরিকল্পনাও আমি করছি না। এসময় আমি ক্রিকেট থেকে কিছুটা আলাদা থাকতে চাই। এ ব্যাপারটা বোঝার জন্য আরসিবিকে (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু) ধন্যবাদ। না আমি অবসরে যাচ্ছি না। ’
তবে আরেকটি টুইটে স্টেইন নিশ্চিত করেন তিনি অন্য লিগে খেলবেন। তিনি লিখেন, আমি অন্য লিগগুলোতে খেলবো। আমি অবসরে যাচ্ছি না। ২০২১ দুর্দান্ত কাটবে বলে আশাকরি। ’
আইপিএলে একসময় তাঁকে দলে পেতে মুখিয়ে থাকত দলগুলো। তবে শেষ পাঁচ বছরে একদম পারফর্ম করতে পারেননি। ২০১৬ সালে মাত্র ১টি ম্যাচ খেলেছিলেন। তারপরের দুই সিজনে আর খেলতে পারেননি। ২০১৯ সালের নিলামে আনসোল্ড ছিলেন। তবে শেষপর্যন্ত আরসিবি তাঁকে নেয়। আরসিবির জার্সিতে চোট পেয়ে ছিটকে যাওয়ার আগে দুটো ম্যাচে নজর কাড়েন তিনি। তবে সেই চোটের কারণে বিশ্বকাপে খেলতে পারেননি।
কিছুদিন আগের আইপিএলে আরসিবিতে স্টেইন যোগ দেন বেস প্রাইস ২ কোটি টাকায়। তিন ম্যাচে অংশ নিয়ে মাত্র ১টি উইকেট পেয়েছেন তিনি। বাকি টুর্নামেন্টে তাঁকে আর খেলাননি ক্যাপ্টেন কোহলি। সবমিলিয়ে ৯৫ আইপিএল ম্যাচে স্টেইন ৯৭ উইকেট নিয়েছেন।
বিএনএনিউজ/এইচ.এম।